ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ভাষা সৈনিক আহমদ রফিক পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৬ জুলাই ২০২৪

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন ভাষা সৈনিক ও লেখক আহমদ রফিক। শুক্রবার ৫ জুলাই ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। 

অন্যান্যদের মধ্যে এবার সংস্থার ১২তম সাহিত্যে পুরস্কার আসরে বেগম আখতার কামাল প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে ‘কবিতার নান্দনিকতা’ গ্রন্থের জন্য, ময়ূখ চৌধুরী কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে ‘অনিদ্রার কারুকাজ’ গ্রন্থের জন্য এবং মাহরীন ফেরদৌস তরুণ সাহিত্যিক পুরস্কার শ্রেণিতে ‘অরিগামির গোলকধাঁধায়’ গ্রন্থের জন্য পুরস্কৃত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান। দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্টজন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজীবন সম্মাননা পুরস্কার বিজয়ীকে পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা, ‘প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ’ ও ‘কবিতা ও কথাসাহিত্য’ এ দুই শ্রেণি পুরস্কৃত জনকে দুই লাখ টাকা করে পান সম্মানী এবং ‘তরুণ সাহিত্যিক পুরস্কৃতজন পেয়েছেন এক লাখ টাকা। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সম্মননাপত্রও প্রদান করা হয়। 

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল লেখক ও সাহিত্যিকদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে গত এক যুগ ধরে ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার’ প্রদানের মাধ্যমে সম্মাননা দিয়ে আসছে। 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি